ওজু বা পরিচ্ছন্নতা

2 September 2025 • 20:37 0 মন্তব্য
ওজু বা পরিচ্ছন্নতা

শারিরীক ও মানসিক পরিচ্ছন্নতার আয়াত যা চক্রান্ত করে ওজু বানানো হয়েছেঃ

আল-মা’ইদাহ 5:6
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَٱطَّهَّرُوا۟ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

হে মু’মিনগণ! তোমরা যখন সলাতের/যেকোন সৎকাজের প্রস্তুতি নিবে, তখন তোমাদের মুখমন্ডল, কনুই পর্যন্ত হস্তদ্বয় ও গোড়ালি পর্যন্ত পা পরিচ্ছন্ন করবে আর তোমাদের মাথা খাটাবে। তোমরা যদি অপরিচ্ছন্ন অবস্থায় থাক তবে বিধিমত পরিচ্ছন্নতা অর্জন করবে। আর যদি পীড়িত হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর আর পানি না পাও তাহলে বিশুদ্ধ মাটি দিয়ে পরিচ্ছন্ন হবে এবং তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হাতও ঘষবে(দুর্গন্ধ ও জীবানু মুক্ত করবে)। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না, তিনি তোমাদেরকে পরিচ্ছন্ন করতে চান আর তোমাদের প্রতি তাঁর নি‘আমাত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

Zahir Shah আন নিসা 4:43
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْرَبُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنتُمْ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعْلَمُوا۟ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِى سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا۟ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

হে ঈমানদারগণ! তোমরা মোহাচ্ছন্ন  হয়ে সলাতের/যেকোন সৎ কাজের নিকটবর্তী হয়ো না যতক্ষণ না তোমরা যা বল, তা বুঝতে পার এবং অপরিচ্ছন্ন  অবস্থায় গোসল/পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত; এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাক; অথবা তোমাদের কেউ শৌচস্থান হতে আসে অথবা তোমরা স্ত্রী সঙ্গম করে থাক, অতঃপর পানি না পাও, তবে বিশুদ্ধ মাটি দিয়ে পরিচ্ছন্ন কর, আর তা দিয়ে তোমাদের মুখমন্ডল ও হস্তদ্বয় ঘষ (দুর্গন্ধ ও জীবানু মূক্ত করবে); আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল।

৫ঃ৬ ও ৪ঃ৪৩ এর প্রকৃত ভাবার্থ হতে পারেঃ

সালাত প্রতিষ্ঠার পূর্বে মনের ভিতরে সকল সন্দেহ, দ্বিধাদ্বন্দ, পূর্ববর্তী ধারণা/বিশ্বাস ও দূর্বলতাকে ঝেড়ে ফেলে স্থির লক্ষ্যের দিকে মনোনিবেশ করে, সালাত প্রতিষ্ঠার মিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নিতে হবে।

 

ওজুর মাধ্যমে পবিত্র হওয়া স্পষ্টতই এক গভীর ষড়যন্ত্র মূলক বিভ্রান্তি:

১০:১০,১৮,৬৮ ১৭:৪৩ ছাড়াও বহুস্থানে আছে আল্লাহ পবিত্র, মহামহান ও মহামহিম। ৯:২৮ এ আছে শরীককারীরা অপবিত্র। ১০:১০০ যারা বিচারবুদ্ধি প্রয়োগ করেনা তাদের উপর আল্লাহ অপবিত্রতা ছডিয়ে দেন। ২৪:২৩ বিশ্বাসী নারীরা পূতপবিত্র। ৩৩:৩৩ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করলে আল্লাহই পূতপবিত্র করে দেন। ৩৩:৫৩ ভাল আচরন করলে আল্লাহ বিশ্বাসীদের অন্তর পবিত্র করে দেন। ৫৩:৩২ নিজেদের পবিত্রতার বড়াই করা নিষেধ, আল্লাহ জানেন কে আল্লাহ সচেতন বিশ্বাসী। ৯৮:০৩ আল্লাহর নাজিলকৃত বিধান পবিত্র। ৯:৯৫ পাপীরা অপবিত্র।

ইতিহাস ঘাটলে দেখাযায় পার্সীয়ান জুরাষ্ট্রেরিয়ান রিলিজিয়নে আগুনের তাপের মাধ্যমে পবিত্রতা হাসিল করতো ও দিনে পাঁচ বার নামাজ পডতো, একই আদলে প্রচলিত মুসলমানরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে ও নামাজ পড়ে অথচ পূর্বের আলোচনা ও লেখা আয়াত অনুযায়ী অবিশ্বাসী, মুশরিক ও মুনাফিকদের আল্লাহ অপবিত্র বলেছেন এবং পানি, আগুন বা সেনিটাইজার দিয়েও পবিত্রতা অর্জনের সুযোগ নেই। ৫:৬, ৪:৪৩ হল প্রকৃত বিশ্বাসীদের জন্য সার্বক্ষনিক পরিচ্ছন্ন থাকার আয়াত।

গবেষণা
0
জন পছন্দ করেছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই