হজ্জ

2 September 2025 • 20:42 0 মন্তব্য
হজ্জ

হজ্জঃ
একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট এলাকায় পৃথিবীর সকল মানুষ বা মুসলমানদের জমায়েত অথবা মুসলিম বিশ্বের নেতাদের নিয়ে একটি নির্দিষ্ট স্হানে মহা সম্মেলনের কথা আল্লাহর নাজিলকৃত কিতাবে কি আছে?

এই কথাগুলি মানলে বেশ কিছু বৈপরীত্য চোখে পড়েঃ
১। আল্লাহ কি সময় বা এলাকা ভিত্তিক কোন বৈষম্য করতে পারেন?
২। নেতা কারা হবে? নেতৃত্বের দন্দ শুরু হবে না তার নিশ্চয়তা কি?
৩। শুধূ নেতাদের জন্য হজ্জ কি যুক্তিযুক্ত? বাকি মানুষ কি হজ্জ করবে না?
৪। আল্লাহ হৃদয়ের কথা জানেন এবং শিক্ষাদেন কোরআন, এসব আয়াতের কি হবে।
৫। প্রচলিত হজ্জে ভিন্ন উম্মতের প্রানী/পশু কোরবানী করে মানুষের গুনাহ মাফ কি আল্লাহর নিরপেক্ষতা বৈশিষ্ট্যের সাথে যায়?
৬। ব্যক্তিগত বা সামষ্ঠিক সকল আদেশ নিষেধ তো কোরআনেই দেয়া আছে যা আল্লাহই মানুষের কাছে স্পষ্ট করেন।

হজ্জের ব্যাপারে আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করলাম।

হজ্জের আহবান হল পরিভ্রমণ/তাওয়াফে/বিচরন করা যাতে মানুষ ঈমান আনার পর কিতাবাল্লাহ খুঁজে বিধানের সম্মক জ্ঞান অর্জন করে এবং তা সার্বক্ষনিক স্মরনে/জিকিরে রেখে কাজ/সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে পরিশুদ্ধ জীবনে পরিভ্রমণ/আবর্তন/তাওয়াফ/হজ্জ করতে পারে। এটাই হওয়া উচিত end state. মুল্লারাও কিন্তু বলে হজ্জ করলে সমস্ত গুনা মাফ। মূলতঃ পরিশুদ্ধ ভাবে সার্বক্ষনিক পরিভ্রমণ/তাওয়াফ বা জীবন পরিচালনা করতে পারলে মানুষ নিষ্কলুষ ও নিষ্পাপ জীবন যাপনই করে কিন্তু ওরা এই সার্বক্ষনিক কাজের বিধান না বুঝে ও ধর্মব্যবসা চালু করতে এগুলোকে রিচুয়াল বানিয়ে নিয়েছে। (রেফারেন্সঃ পুরা কোরআনের অন্তর্নিহীত বাস্তবতার জ্ঞান)

# চিন্তাশীল ও জ্ঞানীদের আলোচনার জন্য উপস্থাপন করলাম। চিন্তাশীল ও গ্রহনযোগ্য মন্তব্য পেলে পোষ্টে সন্নিবেশ করবো।

গবেষণা
0
জন পছন্দ করেছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই