Log In

অন্তর জুড়ে ভাসে সুর

3 August 2025 • 18:03 0 comments
অন্তর জুড়ে ভাসে সুর

অন্তর জুড়ে ভাসে সুর,
পাখির ডাকে ভোরের নূর,
শিশির ভেজা নীল ঘাসে
হাওয়া বয়ে যায় উদাসে।

পাহাড় ছুঁয়ে মেঘের দল,
সবুজ পাতায় রোদের জল,
গ্রামের পথে ধুলোর গান,
নদীর বুকে সোনার টান।

মাটির গন্ধ ভালো লাগে,
ধানে ভরা সোনার ভাগে,
মানুষ হাসে সহজ প্রাণে,
ভালোবাসা ঘরে টানে।

স্বপ্ন ভরা এই দেশখানি,
মায়ার বাঁধন অটল জানি,
মাটি জল আর আকাশ ভরা
বাংলা আমার সবার সেরা।

প্রবন্ধ
0
people like this post.

Comments (0)